রেমিট্যান্স কমেছে প্রায় অর্ধেক

0
94

করোনা মহামারির সংকটের মাঝে গত বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স যেভাবে এসেছিল, এতে এখন ভাটা পড়তে শুরু করেছে। চলতি মাসে ১৭ দিনে ৬৮ কো‌টি ৫৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্র‌তি ডলার ৮৬ টাকা ধ‌রে ৫ হাজার ৮৯৫ কোটি টাকা এসেছে। গত বছরের তুলনায় একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক। ২০২১ সালের ফেব্রুয়ারি প্রথম ১৮ দিনে ১২৭ কো‌টি ৭৬ লাখ মার্কিন ডলার প্রবাসীরা দেশে পাঠায়। প্র‌তি ডলার ৮৫ টাকা ধ‌রে যার পরিমাণ ছিল ১০ হাজার ৮৬০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বল‌ছেন, করোনা মহামারির শুরুর দিকে প্রবাসীদের জমানো টাকা ২০২১ সালে দেশে পাঠিয়েছিল। অনেকে চাকরি হারিয়ে ও ব্যবসা বন্ধ করে দেশে ফেরেন। এতে চলতি বছরে রেমিট্যান্স কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারির ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৩২ লাথ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে এক কোটি ২৭ লাখ মার্কিন ডলার। আরেকটিতে কোনো রেমিট্যান্স আসেনি।