৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

0
101

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হেলাল মিয়া ওরফে মুরগী হেলাল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২) রাত ৮:৪০টায় হাতিরঝিল থানার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রির জন্য রামপুরা ব্রীজ বাস স্ট্যান্ড এর সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৫০ কেজি গাঁজাসহ হেলালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।সুত্রঃ ডিএমপি নিউজ।