মির্জাগঞ্জে যুবকের বিষপান আত্মহত্যার চেষ্টা

0
176

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা-শ্রীনগর এলাকায় মনির (২৮) নামে এক যুবক বিষ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার (১৭ ফ্রেরুয়ারী ) রাতে অতিরিক্ত গুমের ট্যাবলেট সেবন করে সে। তৎক্ষনিক ভাবে তার পরিবার বিষয়টি জানতে পারলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাকে এবং তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে যায়।

ছেলের স্বজনরা জানান, মনিরের দুইটি সন্তান রয়েছে। বউ দীর্ঘদিন যাবৎ বাড়ীতে নেই। তবে হটাৎ করে আজ কি হয়েছে বুজতে পারিনি তবে ১৪-১৫ টি গুমের ট্যাবলেটব খেয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ ইউসুফ হোসেন বলেন, আজ আমি বাজারে ছিলাম। বাড়ীতে এই মাত্র এসেছি। বিষয়টি আমি জানি না৷

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, অতিরিক্ত বিষপান করায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।