ধামরাইয়ে অনলাইন মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট প্রদান

0
106

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে উপজেলা যুব উন্নয়ন বিভাগের ব্যবস্হাপনায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি)সহায়তায় উপজেলা যুব উন্নয়ন বিভাগ স্থানীয় বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিন দিনব্যাপী অনলাইন মার্কেটিং বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব কোর্স সমন্বয়কারী পরিচালনায় মোট ৫০ জন বেকার যুব পুরুষ-নারী এবং ৩য় লিঙ্গের অংশ গ্রহণকারী সফলভাবে এই প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট বিতরন উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রাপ্ততের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান (পিপিএম), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ মিজানুর রহমান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,পৌর কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্যরা এ’সময় উপস্থিত ছিলেন।