রাশিয়ার হুমকির মুখে পূর্বাঞ্চলে শক্তি জোরদারে আগ্রহী ন্যাটো

0
125

ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার হুমকির মুখে ন্যাটো পূর্বাঞ্চলে শক্তি জোরদার করতে চাচ্ছে। ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠক শেষে বুধবার তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার এ হুমকি ‘ইউরোপে নয়া স্বাভাবিকতায়’ রূপ নিয়েছে।

তিনি বলেন, আজকের বৈঠকে মন্ত্রীরা ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তিশালী করার বিকল্প উপায়গুলোকে আরো জোরদারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপে ন্যাটোর নতুন যুদ্ধ গ্রুপ মোতায়েনের বিষয়টিও রয়েছে।

ন্যাটো প্রধান আরো বলেন, ন্যাটোর সামরিক কমান্ডাররা এখন এ বিষয়ে ব্যাপকভাবে কাজ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট দেবে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশকে কেন্দ্র করে ন্যাটো প্রধান এসব কথা বলেন। রাশিয়ার সৈন্য সমাবেশের কারনে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো জোর আশংকা প্রকাশ করে বলেছে, মস্কো অবিলম্বে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে।
কিন্তু রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সামরিক মহড়ার লক্ষ্যেই তারা সৈন্য সমাবেশ করছে।

মহড়া শেষ হচেছ বিধায় ইতোমধ্যে কিছু সৈন্যকে ফিরিয়ে নেয়া হয়েছে বলে দাবি মস্কোর। কিন্তু স্টলেনবার্গ বলছেন, সৈন্য প্রত্যাহার কিংবা সমারিক উত্তেজনা কমানোর কোন লক্ষণই দেখা যাচ্ছে না।