বাসায় কাজের লোক নিয়োগে ডিএমপির পরামর্শ

0
123

সম্প্রতি পুলিশ লক্ষ্য করেছে, গৃহকর্মী সেজে বাসায় ঢুকে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। মূল্যবান জিনিসপত্র চুরির পাশাপাশি ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনাও। ফলে, বাসায় গৃহকর্মী নিয়োগের আগে ও পরে কিছু বিষয়ে খেয়াল রাখতে পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শের কথা জানানো হয়েছে।

গৃহকর্মী নিয়োগের আগে ডিএমপির পরামর্শ-

১. কাজের বুয়া, কাজের লোক, গৃহকর্মী নিয়োগের আগে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা রন ছবি, শনাক্তকারী ব্যক্তি, ব্যক্তির পরিচয় ও তার জাতীয় পরিচয়পত্র নিতে হবে।

২. সমস্ত তথ্য নেওয়ার পর নিকটস্থ থানায় কাজের বুয়া, কাজের লোকের তথ্য প্রদান করুন এবং নিজের কাছে রাখুন। তাতে করে তিনি যদি পূর্বে কোনো অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাকে সহজে শনাক্ত করতে পারবে।

৩. পূর্ববর্তী সময়ে তিনি কোথায় কাজ করেছেন তার বিস্তারিত তথ্য নিন এবং কাজ ছাড়ার কারণ জানার চেষ্টা করুন। প্রয়োজনে পূর্বের কাজের ঠিকানায় যোগাযোগ করে তার তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

৪. কাজের বুয়া, কাজের লোকের পরিবারের তথ্য নিন। তার স্থায়ী ঠিকানা ও পরিবারে কে কে আছেন তা জানার চেষ্টা করুন। প্রয়োজনে তার স্থায়ী ঠিকানায় যোগাযোগ করে দেখতে পারেন, সে আসলে ওই ঠিকানায় বসবাস করে কি না। এত কিছু খোঁজ খবর অনাবশ্যক মনে হতে পারে। কিন্তু, সমস্যা সৃষ্টি হলে তখন আফসোসের শেষ থাকবে না।

৫. বর্তমানে ঢাকা মহানগর পুলিশ নগরীর সব মানুষের তথ্য সংরক্ষণের কাজ করছে। ডিএমপি কর্তৃক নির্ধারিত তথ্য ফরমে আপনার কাজের বুয়া, কাজের লোকের তথ্য পূরণ করে থানায় জমা দিন।

কাজের বুয়া বা কাজের লোক নিয়োগের পরে যা করবেন

১. নিয়োগের পর তার গতিবিধি লক্ষ্য করুন। তার চালচলনে আপনি বুঝতে পারবেন তিনি আসলে কেমন।

২. বাসার মেইন গেইটে সিসি ক্যামেরা স্থাপন করতে পারেন। এতে করে আপনার বাসায় কোনো অপরিচিত লোকের আনাগোনা হচ্ছে কি না তা দেখতে পাবেন সহজ। প্রয়োজনে ঘরের ভেতরেও সিসি ক্যামেরা লাগানো যেতে পারে, যাতে আপনার অনুপস্থিতিতেও কাজের বুয়ার কর্মকাণ্ড মনিটর করতে পারেন।

৩. বাসায় মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার ও টাকা কাজের বুয়া, কাজের লোকের অগোচরে রাখুন। আপনার লকারের চাবি সবসময় আপনার কাছে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে যে রুমে লকার, আলমারি রয়েছে সে রুম আলাদাভাবে লক করে রাখুন।

৪. বাড়িতে কাজের বুয়া, কাজের লোককে একা রেখে সবাই বাড়ি ছেড়ে যাবেন না। বাচ্চা রেখে গেলে সঙ্গে আরও একজনকে রাখুন। কোনো অবস্থাতেই বাচ্চাকে একা রেখে যাবেন না।

৫. কাজের বুয়ার চাহিদা বোঝার চেষ্টা করুন। তাতে করে তিনি লোভী কি না জানতে পারবেন সহজে।

৬. সন্দেহজনক কারও সঙ্গে কাজের বুয়া মোবাইলে কথা বলে কি না অথবা তার কাছে সন্দেহজনক কেউ দেখা করতে আসে কি না, এ বিষয়ে লক্ষ্য রাখুন।

৭. বাড়িতে গ্যাসের চুলা, ইলেক্ট্রিক যন্ত্রাংশ ব্যবহারে কাজের বুয়া, কাজের লোক সতর্ক রয়েছে কি না লক্ষ্য করুন। অসতর্কতার ফলে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

৮. কাজের লোক কিংবা বুয়াকে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সবসময় সঙ্গে রাখুন। তিনি হারিয়ে গেলে বা কোনো দুর্ঘটনা ঘটলে আপনাকেই বিড়ম্বনায় পড়তে হবে।

৯. আপনার বাসার কাজের লোক, বুয়ার সঙ্গে মানবিক আচরণ করুন।