বাঁশখালীতে নির্মাণ হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

0
88

চন্দন দেব নাথ,বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আবুল হোসেনসহ ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় অবস্থিত এই মিনি স্টেডিয়াম (প্রস্তাবিত) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, ইউপি সদস্য আবদুর রহমান ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম প্রমুখ।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আবুল হোসেন বলেন, ‘তৃণমূলের ক্রীড়া উন্নয়নে সব উপজেলার ন্যায় বাঁশখালীতেও মিনি স্টেডিয়াম নির্মাণ করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এক পাশে থাকবে একতলা ভবন, সেখানে দুইটি ড্রেসিংরুম, অফিস রুম এবং নারী ও পুরুষের জন্য আলাদা ৬টি টয়লেট হবে। ভবনের সামনে থাকবে ৩৫টি আরসিসি বেঞ্চ।’