দিনাজপুরে মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক সাতই মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

0
102

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. আশিক আহম্মেদ হাওলাদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ বজলুল হক, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।