ঘোড়াঘাট সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেল ১৯ জন শিক্ষার্থী

0
134

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন ২৪৫জন। তার মধ্যে পাশ করেছেন ২৩৩জন। পাশের হার ৯৫.১০ শতাংশ।

রবিবার (১৩ ফেব্রæয়ারী) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। পরীক্ষার ফলাফলের বিষয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।