মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা

0
116

মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাশিনাথ গ্রামের মের্সাস ইউনাইটেড ব্রিকফ্রিল্ড ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বিকালে জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত কৃষিজমির মাটির বাণিজ্যিক ব্যবহার করার ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে ইটভাটা কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করায় ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান। এসময় মির্জাগঞ্জ থানার এস আই ইব্রাহীমের নেতৃত্বে পুলিশের একটা টিম উপস্থিতি ছিলেন এবং ইটভাটা কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।