কামারখন্দে মানব সেবা সামাজিক সংগঠনের কোরআন শরিফ বিতরণ

0
98

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিক্ষা ও মানবতার সেবায় “আমরা স্লোগানকে সামনে রেখে“বাগবাড়ী প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে প্রথম বারের মতো পবিত্র কোরআন শিক্ষা শেষে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

সংগঠন টি বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষন প্রাপ্ত হুজুর দ্বারা পবিত্র কোরআন শরিফ শিক্ষার ব্যবস্থা করেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিন জন ছাত্রের মাঝে পবিত্র কোরআন শরিফ প্রদান করা হয়।

কয়েক বছর যাবৎ সংগঠন টি তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রামের ইউপি সদস্য মোঃ সেলিম রেজা, বিশিষ্ঠ সমাজ সেবক মো, আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক, ও মো.আমজাদ হোসেন , এবং উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মাদ আলী সহ সকল সদস্যবৃন্দ।