শাবি উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী

0
101

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আশা করছি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক-অধ্যাপক মুহিবুল আলম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. রোমেল আহমেদ, অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অধ্যাপক দিলারা রহমান, অধ্যাপক ড. কামরুল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল প্রমুখ।