পদত্যাগ করলেন চিত্রনায়িকা রোজিনা

0
97

এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন। তিনি কার্যকরী সদস্য হিসেবে এবারের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে তিনি সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। এ তথ্যটি নায়িকা নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমে।

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাই সমিতিতে তার সময় দেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না।

তবে তিনি কোন কিছুর দ্বারা প্রভাবিত কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি কোনো কিছুতেই প্রভাবিত পদত্যাগ করিনি। এটা আগেই বলেছি, শুধুমাত্র ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমার এ সিদ্ধান্ত’