চলতি মাসের ৯ দিনে করোনায় প্রাণ গেল ৩০৯ জনের

0
141

করোনাভাইরাসে চলতি মাসের (ফেব্রুয়ারি) নয় দিনে ৩০৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ১ ফেব্রুয়ারি ৩১ জন, ২ ফেব্রুয়ারি ৩৬ জন, ৩ ফেব্রুয়ারি ৩৩ জন, ৪ ফেব্রুয়ারি ৩০ জন, ৫ ফেব্রুয়ারি ৩৬ জন, ৬ ফেব্রুয়ারি ২৯ জন, ৭ ফেব্রুয়ারি ৩৮ জন, ৮ ফেব্রুয়ারি ৪৩ জন এবং আজ (বুধবার) ৩৩ জনের মৃত্যু হয়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত ৯ দিনে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০৩ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। এদিকে আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম বলেছেন, করোনায় মৃতদের প্রায় ৮০ শতাংশই টিকা নেননি। করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে।

তিনি বলেন, দেশে টিকাদান অব্যাহত আছে। আর শিক্ষার্থীদের মধ্যে টিকা নেওয়ার হার আশাব্যঞ্জক। এ পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।