শ্যামসিদ্ধিতে উন্মুক্ত ওয়ার্ড সভা

0
90

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা হয়েছে। বুধবার বিকালে শ্যামসিদ্ধি গ্রামে তৃণমূল পর্যায়ে জনগণের অংশ গ্রহনে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএস নাজির হোসেন।

৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আলী হোসেনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবেদ আলী ডাক্তার, মো. হামেদ মোড়ল, মহিলা ইউপি সদস্য রহিমা বেগম, রাশিদা বেগম, শ্যামসিদ্ধি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নেকবর মিয়া, সাধারণ সম্পাদক মো. জব্বার প্রমুখ।