শার্শায় অসহায় মুমূর্ষু রোগীদের কল্যানে কাজ করে চলেছেন “হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক”

0
140

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ রক্তের প্রয়োজন হয় জীবনের তরে, রক্তদাতা তৈরী হোক প্রতি ঘরে ঘরে””” এই স্লোগানকে সামনে নিয়ে আসহায় মুমূর্ষু রোগীদের কল্যানে কাজ করে যাচ্ছে যশোরের শার্শার বাগআঁচড়ার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন”হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক।

জনবহুল দেশ আমাদের সোনার বাংলাদেশে প্রতি বছর রক্তের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে,যদিও বাংলাদেশে জনসংখ্যা বেশি কিন্তু একজন রেগীর অভিভাবক কে ০১ ব্যাগ রক্ত ম্যানেজ করতে অনেক হয়রানীর স্বীকার হতে হয়। সহজে রক্ত ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না।যে সমস্ত অসহায় মুমূর্ষু রোগীদের রক্ত প্রয়োজন তাদেরকে রক্ত দিয়ে সহোযোগীতা করেন এ সংগঠনের কর্মিরা।

সোমবার(২৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে ০৩ জন অসহায় রোগীকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করা হয়।

রক্ত দাতারা হলেন,,,জিকরগাছার শংকরপুর ইউনিয়নের সাজিদুল ইসলাম(বি+),বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটির বকুল রাজ(এ+),এবং শংকরপুর ইউনিয়নের সজল ইসলাম(এ+) পজিটিভ।

চলতি মাসের ৬ তারিখে হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক নামক অনলাইন সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করে।

আজ পর্যন্ত উক্ত সংগঠনটির পক্ষ থেকে ৩৫ জন অসহায় রোগীকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দান করা হয়েছে।