সিরাজগঞ্জে মাদরাসা শিক্ষককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0
172

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলায় রুহুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামীর উপস্থিতিতে এ রায় দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলার উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্রা আলিম মাদরাসার আরবি বিষয়ক সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদরাসায় যাতায়াত করতেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় আসামি রুহুল কুদ্দুসের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে সে ২৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এরই জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল উভয়ের মধ্যে পুনরায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে মাদ্রসার শিক্ষক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।