চাঁপাইনবাবগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
107

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার ৮ই ফেব্রুয়ারী সকালে সাড় ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও এ্ উপস্থাপনায় এবং জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খানের সভাপতিত্বে, মাতৃ ভাষা দিবসের উপর গুরুত্বারোপ আলোচনায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন, জনাব ফেরদৌস ইসলাম জেসী সংরক্ষিত মহিলা আসন (এমপি), নবাবগঞ্জ সরকারি কলেজে প্রফসার অধ্যক্ষ জনাব সংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজে অধ্যক্ষ জনাব আনোয়ার বেগম, আদিনা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জনাব মাজহারুল ইসলাম তরু, নাচোল উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদের, জেলা সমাজ সেবা উপ-পরিচালক জনাব উম্মে কুলসুম, জেলা সিভিল সার্জন ডা. এস.এম মাহামদুর রশিদ, জেলা তথ্য অফিসার জনাব ওহিদুজ্জামান, জনাব ফজলে রাব্বী সহ-পরিদর্শক জেলা শিক্ষা অফিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ জনাব আরমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর উপ-পরিচালক জনাব আনিসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি অফিস আদালত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকার সঠিক মাপ ও কালার ঠিক রেখে অর্ধনিমিত রাখা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে দিবসটি পালন করতে হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে করনার টিকা ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলায় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাতে সংগঠনের ক্ষেত্রে ৫ জন ও জনপ্রতিনিধি ও ব্যাক্তি পর্যায়ে (দুই) জনের বেশি শহিদ মিনারে অংশগ্রহণ করতে নির্দেশ প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিতে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।