সরিষাবাড়ীতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

0
169

তৌকির আহাম্মেদ, হাসু স্টাফ রিপোর্টারঃ বিট পুলিশিং সফল করি, সুখী নিরাপদ সমাজ গড়ি,এ স্লোগানকে সামনে রেখে বাল্যবিয়ে, ইভটিজিং,নারী নির্যাতন, কিশোর গ্যাং, মাদক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রতিরোধ করতে বিভিন্ন দিকনির্দেশনা আলোচনা হয়।

সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরিষাবাড়ী থানার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত কর্মকর্তা ) আঃ মজিদ,ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খাজু,জহুরুল ইসলাম, আনিছুর রহমান, আছিয়া বেগম, হ্যাপী বেগম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ভাটারা বিট পুলিশং এর এস আই মোঃ মুর্শিদ আলম।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও পেশা জীবি লোকজন।