উল্লাপাড়ায় ঋষি সম্প্রদায়ের মধ্যে মেয়র নজরুলের শীতবস্ত্র বিতরণ

0
104

রাজু আহমেদ সাহান-উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে মানবতার সেবক হিসেবে পৌর শহরের নিম্ন আয়ের মানুষের মধ্যে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। সোমবার বিকেলে তার উল্লাপাড়াস্থ বাসভবনের সামনে নিজস্ব অর্থায়নে শীত নিবারনের জন্য শীতার্ত প্রায় ৩ শতাধিক ঋষি সম্প্রদায়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। চলতি শীত মৌসুমে ইতিপূর্বেও তিনি সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে একাধিকবার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওন ও স্বপন আকন্দসহ অন্যান্যরা।