ভোলায় গাঁজাসহ আটক-৩

0
101

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ফরিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
সোমবার দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন।

আটকৃতরা হলেন চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের শহীদের ছেলে রুবেল, বাগেরহাট জেলার চিতলমারি থানার চর শৈলদাহ গ্রামের সোলেমান শেখের ছেলে কামরুল শেখ ও কুমিল্লা জেলার সদর থানার নোয়াগ্রামের শহীদের ছেলে রাসেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।