খুলনায় দুর্নীতি নিবারন সহায়ক সংস্থার পক্ষ থেকে মাস্ক বিতরণ

0
104

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- খুলনায় দুর্নীতি নিবারন সহায়ক সংস্থার মহানগর শাখার পক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরীর শিববাড়ী মোড়স্ত পাবলিক হলের সামনে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করা হয়।

দুর্নীতি নিবারন সহায়ক সংস্থার মহানগর সভাপতি ডা: এ,কে,এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: খুরশীদ আলম কাগজীর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ, পরিমল কুমার দাস, ইঞ্জিনিয়ার রফিক, এম ডি এজাজ. এস এম মনোয়ার হোসেন লাভলু, এ্যাডভোকেট মুকুল, জি.এম ইউনুচ, রানা আহম্মেদ, সালমান কাগাজী, রাশেদ রানা প্রমুখ।

মাস্ক বিতরণ শেষে দুর্নীতি নিবারন সহায়ক সংস্থার পক্ষ থেকে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।