ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবারও

0
109

তৌকির আহাম্মেদ হাসু,জামালপুর থেকেঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (২১)।

এলাকাবাসী জানায়, আজ সকাল থেকেই উপজেলা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দুপুর ১২টার সময় বাড়ীর পাশে সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে যান ফিরোজ। এ সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছেলের চিৎকার শুনে বাঁচাতে যান বাবা ইনতাজ আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।