ধামরাইয়ে অবৈধ ভাবে কৃষি জমি কাটার অপরাধে ৫ জনকে ৯ লাখ টাকা জরিমানা ও ৪টি ভেকু জব্দ

0
88

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার বিভিন্ন স্হানে ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে কৃষি জমি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিভিন্ন স্থানে ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জনকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং মাটি কাটায় ব্যবহৃত ৪ টি ভেকু জব্দ করা হয়েছে।

এ’বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।