চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রয়ের দায়ে ৫ জন আটক

0
91

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬টি হার্ডডিক্স, ৫ টি কম্পিউটার মনিটরসহ পর্নোগ্রাফি সংরক্ষন ও অর্থের বিনিময়ে বিক্রয়ের দায়ে ৫ জন জনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজারে র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাহাদুর মোড়লতোলার মো. তাসিকুল ইসলামের ছেলে মো. রাজিব (২৪), একই ইউনিয়নের শ্যামপুর টিকস গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. মোজাম্মেল হক (২২), সদা শিবপুর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে মো. মিলন রেজা (২৪), ওমরপুর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে মো. রেজাউল করিম (২৬) ও শরৎনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল বুধবার রাত প্রায় সোয়া ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর গ্রামের চামা বাজারে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিকট বিক্রয় করার অভিযোগে কম্পিউটার, অন্যান্য সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।