গাইবান্ধায় সারের দাম বেশী নেয়ায় জরিমানা

0
114

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় বেশীদামে সার বিক্রয় করার অপরাধে একজন সার ডিলারের নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান,সদর উপজেলার বিভিন্ন সার ডিলার ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেন।

দীর্ঘদিন থেকে কৃষকদের ঠকিয়ে সরকারি দামের চেয়ে বেশীদামে সার বিক্রয় করে আসা অসাধু এক সার ব‍‍্যাবসায়ীর নিকট থেকে তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা জরিমানা করেন।

সার ডিলার ও খুচরা বিক্রতাদের দোকানে অভিযান অব‍্যাহত থাকবে।কৃষকরা যাতে করে সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারেন। কর্তৃক ধার্যমূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রয় এবং বিভিন্ন সারের খুচরা মূল্য তালিকা প্রদর্শনের জন‍্য বলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।