রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

0
164

রিপন আলী, রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া মোড়ে দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৫৫) মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের মৃত আলিফ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সইপাড়া গ্রামের শিমুল হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বেসরকারি এ্যাম্বুলেন্স বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রায় পৌনে এক ঘন্টা পর তার মৃত্যু হয়। মোহনপুর থানার (ওসি) তদন্ত তৌহিদুর রহমান দুর্ঘটনার বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।