করোনায় ঝুঁকিপূর্ণ যেসব জেলা

0
166

করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য মতে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা।রোববার (৩০ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করা হয়। রোগী শনাক্তের হার বিবেচনায় ঝুঁকিপূর্ণ জেলাগুলোর তালিকা করা হয়েছে।

তালিকা অনুযায়ী প্রথমেই রয়েছে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও। যেখানে শনাক্তের হার (৬৭ শতাংশ)।

এরপর রয়েছে যথাক্রমে, রংপুর (৬২ শতাংশ), রাজশাহী (৬২ শতাংশ), গাজীপুর (৫৭ শতাংশ), পঞ্চগড় (৫৪ শতাংশ), বাগেরহাট (৫৪ শতাংশ), নওগাঁ (৫২ শতাংশ), দিনাজপুর (৫০ শতাংশ), রাজবাড়ী (৫০ শতাংশ), বান্দরবান (৫০ শতাংশ)।

এছাড়াও, ৪০ শতাংশের ওপরে নতুন রোগী শনাক্ত হচ্ছে, নাটোর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয় ১২ হাজার ১৮৩ জন। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৯৬ জন। সোমবার (৩১ জানুয়ারি) পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।