বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, ১২৫ কর্মকর্তা করোনা আক্রান্ত

0
147

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনিতে ১২৫ জন দেশী কর্মকর্তা কর্মচারী ও চীনা শ্রমিকরা করোনায় আক্রান্ত। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সাথে করোনায় আক্রান্তর বিষয়ে রবিবার বিকেল ৫টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বড়পুকুরিয়া কয়লা খনিতে ১২৫ জন দেশী কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৫০ জন চীনা শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এমনকি আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছি।

পরীক্ষা-নীরিক্ষার বিষয়ে কথা বললে তিনি জানান, তারা দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৮/০১/২০২২ইং তারিখে করোনা টেস্ট করলে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ কারণে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন গত ২৭/০১/২০২২ ইং তারিখ থেকে বন্ধ রয়েছে। তিনি আরও জানান, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অব্যাহত রয়েছে এবং আমাদের ২ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কোন সমস্যা হবেনা।