শাহজাদপুরে তীব্র শীতে শিশুদের দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ

0
117

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- তীব্র শীতের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের ব্যাপক ভাবে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। প্রতিদিন কয়েকশ শিশু উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।

উপজেলার বেশির ভাগ রোগীই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য অনেকেই শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসদের শরণাপন্ন হচ্ছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল হাসান জানান, শিশুরা বেশির ভাগই ডায়রিয়া, নিউমোনিয়া রোগসহ ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর জন্য শিশুদের গরম কাপড় পরিধান, গরম পানি পান করার কথা যানান এই চিকিৎসক। এর পরেও আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

এছাড়া ও তিনি বলেন, সরকারি ভাবে শিশুদের যে টিকা প্রদান করা হয় সেসময় নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা প্রদান করা হয় এবং যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তাদের যে ধরনের অক্সিজেন প্রয়োজন হয় তা গ্রহণ করার পরামর্শ দেন এই চিকিৎসক।