আন্তর্জাতিক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৭৩ মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৫৭৩ জনের। এ সময়ে দেশটিতে ২ লাখ ৮৬ হাজার ৩৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ভারতে পুরো মহামারি পর্বে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭০০ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ। গত এক সপ্তাহে ভারতে করোনা শনাক্ত হওয়ার হার ছিল ১৭ দশমিক ৭৫ শতাংশ।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২০ হাজার। এ পর্যন্ত দেশটিতে ১৬৩ কোটি ৭১ লাখ ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতীয়রা ২২ লাখ ৩৫ হাজার ৩৬৭ ডোজ করোনা টিকা নিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button