মমেকের করোনা ইউনিটে চারজনের মৃত্যু

0
83

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই নারী। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে শেরপুর সদরের মরিয়ম আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের বাদল সরকার (৬৫), গাজীপুরের শ্রীপুরের মনোয়ারা খাতুন (৯০) ও কিশোর সদরের তানিয়া আক্তার (২১) মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, ইউনিটটিতে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৫১ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।