আন্তর্জাতিক

‘চীন সফরের আগে ভালোভাবে প্রস্তুতি নিন’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের মন্ত্রিসভার ছয় সদস্যকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চীন সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন।

আসন্ন চীন সফরের সময় দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলে কথা রয়েছে সেসব যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি এই নির্দেশনা দেন। আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কয়েকটি জ্ঞাত সূত্র জানিয়েছে- পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা ও উন্নয়ন, তথ্য ও ব্রডকাস্ট, স্বরাষ্ট্র এবং রেলওয়েমন্ত্রী সম্ভবত চীন সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গী হবেন।

তিনদিনের আসন্ন এ সফরে পাক প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধীন অনুষ্ঠানে যোগ দেবেন বলে কথা রয়েছে।

এবারের চীন সফরকে পাক সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্য এই সফরের আগে প্রধানমন্ত্রী ইমরান খান সমস্ত মন্ত্রীকে তাদের মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্রিফিং নেয়ার তাগিদ দিয়েছেন। পার্সটুডে

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button