দেশজুড়ে

গোপালপুরে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

মো. নুর আলাম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ষষ্ঠ ধাপে ৩১ শে জানুয়ারি পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত।

গোপালপুর উপজেলা পরিষদের আয়োজনে (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. শরফুদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মোহাম্মদ মাসুদ রানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, আরো উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ,সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা মেম্বার অসাধারণ মেম্বার বৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button