জাতীয়

সস্ত্রীক করোনামুক্ত প্রধান বিচারপতি

স্ত্রীসহ করোনা মুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বুধবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার করোনা নেগেটিভ হওয়ার প্রধান বিচারপতি বাসায় ফিরেছেন এবং ‍সুস্থ আছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী ১৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button