দেশজুড়ে

তাপমাত্রা কমবে, শৈত্যপ্রবাহ আসছে কয়েক জেলায়

আজ (বুধবার) থেকে তাপমাত্রা কমতে পারে। এতে শীত বাড়বে। এছাড়া কয়েক জেলায় হতে পারে শৈত্যপ্রবাহ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে পারে। এছাড়া কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও হতে পারে, তবে এখনই নয়। মো. শাহীনুল ইসলাম বলেন, এই মাসের পুরোটাই শীত থাকবে। বৃষ্টি ও কুয়াশাও পড়তে পারে। আগামী মাসের শুরুতে গরম পড়তে পারে। আজ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button