বুরকিনা ফাসোর অভ্যুত্থানে নিন্দা জাতিসংঘের

0
83
Antonio Guterres, UN High Commissioner for Refugees UNHCR at a Press Conference after 66th session of Excom. 9 October 2015. UN Photo / Jean-Marc Ferré

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুরকিনা ফাসোতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের ‘কঠোরভাবে নিন্দা’ এবং তাদের অস্ত্র জমা দিতে অভ্যুত্থান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই বিবৃতিতে বলেন, ‘কোন সরকারের হাত থেকে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণের যে কোন প্রচেষ্টার’ নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আবারো দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশিয়ান কাবোরের সুরক্ষা এবং ভৌত অখণ্ডতা নিশ্চিত করতে সামরিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গুতেরেস ‘গভীর উদ্বেগ সহকারে বুরকিনা ফাসোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’ এতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব সংযম প্রদর্শনের এবং সংলাপের পথ বেছে নিতে সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

‘জাতিসংঘ দেশটির সাংবিধানিক আইন রক্ষায় তাদের পূর্ণ প্রতিশ্রুতি কথা পুনর্ব্যক্ত এবং দেশটির মোকাবেলা করা বহুবিধ চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করার তাদের প্রচেষ্টার ক্ষেত্রে বুরকিনা ফাসোর জনগণের প্রতি জাতিসংঘের সমর্থন পুন:নিশ্চিত করেন।

সোমবার বুরকিনা ফাসোর সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে তারা পশ্চিম আফ্রিকার এ দেশের ক্ষমতা দখল করেছে এবং দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছে। তারা ‘যথা সময়ের’ মধ্যে ‘সাংবিধানিক আইন ফিরিয়ে দেয়ার’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।