ক্যামেরুনে স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি, চাপা পড়ে নিহত ৮


ক্যামেরুনের পল বিয়া স্ট্রেডিয়ামে আফ্রিকা কাপ অব ন্যাশনসের একটি ম্যাচ দেখতে ঢোকার সময় দর্শনার্থীদের হুড়োহুড়িতে চাপা পড়ে এপর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যামেরুনের রাজধানী ইয়াওনডের পার্শ্ববর্তী এলাকার পল বিয়া স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকেরা হুড়োহুড়ি করছেন।
কোভিড-১৯ নির্দেশনার কারণে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ৮০ শতাংশ আসনে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৫০ হাজারের মতো দর্শক হওয়ার কথা।
বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশে তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের চাপে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বেশি মৃত্যুর সংখ্যা বলছেন। যদিও তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্টেডিয়ামের ফটকে বহু মানুষের জুতা পড়ে আছে।