দেশজুড়ে

সোনামসজিদে জাল স্টাম্প জব্দ, গ্রেপ্তার ২

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে একটি কম্পিউটারের দোকান থেকে লাখ টাকার জাল রেভিনিউ স্টাম্পসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সোনামসজিদে স্থলবন্দরে তাদেরকে সালমা কম্পিউটারের দোকান থেকে ১ লাখ ২১ হাজার টাকার জাল স্টাম্প জব্দ করা হয়।

এ ঘটনায় ওই কম্পিউটার দোকানের মালিক দুরুল হোদা পালিয়ে গেলেও তার দোকানের দুই জন কর্মচারীকে জাল স্টাম্প তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি নিশ্চিত হয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক আমির হোসেন মোল্লা।

গ্রেপ্তার কৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দাই পুকুরিয়া এলাকার আউসনগরের বাগবাড়ি মহল্লার সেলিম ইসলামের ছেলে শামীম, ও একই উপজেলার শাহবাজপুর এলাকার সালামপুর মহল্লার কৈফুল ইসলামের ছেলে জাহিদ হাসান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button