দেশজুড়ে

সিরাজগঞ্জে দুই ভুয়া সাংবাদিক আটক

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিক কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সাংবাদ সম্মেলনে আরও জানানো হয় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের নিকট থেকে কৌশলে বিভিন্ন সিমব্যবহার করে মোবাইল করে জাতীয় পর্যায়ের সাংবাদিক শাইখ সিরাজ,নঈম আহমেদ, দেশে টিভি,কালের কন্ঠ পত্রিকাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা গ্রহন করেন।

বিষয়টি সন্দেহ হলে তার ব্যক্তিগত সহকারি ১৯ জানুয়ারি সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করে। পরে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া থেকে শাহরিয়ার আনোয়ার ফিরোজ এবং জুবায়ের হোসেন নামে দুই যুবক কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। আটকৃতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button