দেশজুড়ে

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় পথচারীকে জরিমানা

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, দোকানী ও ভ্যান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে ৮শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন ও মানাতে আজকে হিলিতে আমরা অভিযান চালিয়েছি। এর আগে আমরা মাইকিং এর মাধ্যমে পুরো উপজেলা প্রচারনা চালিয়েছি। আজকে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় আট জনকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button