চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের মানবন্ধন

0
272

কামরুল হাসান, রাজশাহীঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানান, অনার্স, মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান স্থগিত সব পরীক্ষা নিদিষ্ট সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া আব্দুর রহিম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা গত তিন বছর ধরে অনার্স ফাইনাল ইয়ারের ঝুলে আছি।এছাড়া আমাদের মত প্রত্যেকটা ইয়ারে সেশনজট শুরু হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোন পরীক্ষা আটকে নেই। তারা কিন্তু পরীক্ষা ও ক্লাস চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন বছরে সেশন জটে পড়েছি। আমরা চাই না আমাদের আর কোন ইয়ার লস হোক। এভাবে চলতে থাকলে আমাদের অনার্স আর শেষ হবে না। আমাদের চরম ক্ষতির মুখে পড়তে হবে।’