রামেকে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0
81

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে রামেক হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই রোগী একজন পুরুষ। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। সে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

জানা গেছে, রামেক করোনা ইউনিটে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৫৮ জন। যা গতকালকে রোগী ভর্তি ছিল ৪৩ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এখনও করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি ৫ জনের। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

এদিকে (২০ জানুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৮৮ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৭২জনের করোনা ধরা পড়েছে। তার মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বাদে সকলেই রাজশাহীর। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৩ শতাংশ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। মৃত রোগীকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।