মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

0
102

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১২৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫)। করোনার উপসর্গ নিয়ে মারা যান জেলার জামালপুরের দুলাল উদ্দিন (৮০) ও নেত্রকোণার এনামুল হক (৩৮)।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১২৫ জন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে করোনা ইউনিটে ৩২ জন পজিটিভ রোগীসহ ভর্তি রয়েছেন ৬৮ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছেন ৪ জন রোগী।