বাঁশ দিয়ে ঠেকানো যাচ্ছেনা ভাঙ্গন স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবী

0
200

জাহাঙ্গীর আলম চমক: ধলেশ্বরী নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন পালন করেছে ১৭ গ্রামের হাজার হাজার মানুষ।

সোমবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা দীর্ঘ দেড় ঘন্টারব্যাপি উপজেলার চান্দের চর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে এই কর্মসূচি পালন করা হয়। এতে বালুর চর ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের ১৭ টি গ্রামের কয়েক হাজার নারী,পুরুষ ও স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মানববন্ধন কারীরা বলেন,বিগত ১০ বছর যাবত ধলেশ্বরীর ভাঙ্গনে হাজার হাজার কৃষিজমি নদীগর্ভে বিলিন হয়েছে।

ইতোমধ্যে গ্রামবাসির উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করা হচ্ছে তাও কোনো কাজে আসছেনা। বর্তমানে আর একশত ফিট অতিক্রম করলে গ্রামের পর গ্রাম ভাঙ্গের শিকার হবে। এতে বসতভিটা হারাবে ১৩ হাজার বাসিন্দা। আগামী বর্ষার আগে স্থায়ী বেড়িবাঁধ নির্মান না করা গেলে নদীগর্ভে বিলিন হতে পারে বাড়ি ঘর, স্কুল, মসজিদ, হাট বাজার ভাঙ্গনের কবলে পরবে। এই ভাঙ্গনের কবলে রয়েছে ১৫ টি মসজিদ, ২ টি মাদ্রাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কমিউনিটি ক্লিনিক । ৩ টি পাকা ব্রীজ ২ টি ঈদগাহ ময়দান, কবরস্থান নৌকা ঘাট ৩ টি ও ছোট ৩ টি বাজার ভাঙ্গনের কবলে রয়েছে বলেও জানান।