সাহিত্য সংগঠনের সম্মাননা পেলেন ভোলার ছেলে সামছুদ্দিন

0
239

ভোলা প্রতিনিধি: বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য সংগঠন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা -২২ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ জানুয়ারি) ঢাকা সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে
সাহিত্য গ্রুপে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানের সভাপতি আলমগীর জুয়েল ও অনুষ্ঠানের প্রধান অতিথি আইন ও শ্রম ট্রাইব্যুনালের বিচারপতি এম. ফারুক। প্রাকৃতজ শামীম রুমি টিটন। প্রধান আলোচক মাহমুদুল হাসান নিজামী এর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মুহাম্মদ সামছুদ্দিন।

প্রানের মেলা জাতীয় কবি পরিষদের পক্ষ থেকে প্রায় ২৫০ গুনীজন ও সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ভোলার ২ জন সম্মাননা পান। ভোলা সদর উপজেলার মুহাম্মদ সামছুদ্দিন ও ভোলা চরফ্যাশন এর ইমদাদ সুমন। মুহাম্মদ সামছুদ্দিন বলেন সাহিত্য জগতে লেখক হওয়ার চেয়ে পাঠক হতে হবে অাগে সে চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ।

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি ও সাহিত্যিক মোঃ বেল্লাল হাওলাদার।ও অনুষ্ঠানে আমন্ত্রিত সকল কবি-সাহিত্যিকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।