টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য গণপরিবহন নিষিদ্ধ করছে ফিলিপাইন

0
103

ফিলিপাইনে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের ঢেউ ঠেকাতে আগামী সপ্তাহে যারা টিকা নেননি তাদের জন্য গণপরিবহন নিষিদ্ধ করতে যাচ্ছে। শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে ঘনবসতিপূর্ণ রাজধানীতে এলাকায় যেখানে ১৩ মিলিয়ন মানুষ বসবাস করে। সেখানে অধিকাংশ নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। কিন্তু এ সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছে দেশটির মানবাধিকার কমিশন। সংস্থাটি বলছে, এটি নিয়ন্ত্রণমূলক ও বৈষম্যমূলক।

কিন্তু শুক্রবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, কোনও কিছুতেই এই পরিকল্পনা বাতিল হবে না ফিলিপাইনের ১১০ মিলিয়ন জনসংখ্যার অর্ধেক পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

শুক্রবার ফিলিপাইনে ৩৭ হাজার ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩ দশমিক ১২ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স