চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার

0
81

ফেরদৌস সিহানুক শান্ত ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে। আজ শুক্রবার দুপুরে ভোলাহাট বিওপির চামুচা এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা’র নেতৃত্বে ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিজিবি’র একটি বিশেষ দল আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট বিওপির সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বর্তমানে করোনা পরিস্থিতে চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।