হিলিতে ছাত্র-ছাত্রীদের মাঝে করোনার টিকা দান শুরু

0
105

হিলি প্রতিনিধি: করোনা প্রতিরোধে দিনাজপুরের হিলিতে ১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পৌরসভা কার্যালয় ও আমদানি-রপ্তানি কারক গ্রুপের কার্যালয়ে এসব টিকা দেয়া কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপের দুই দিনে মোট চার হাজর আটশ জন ছাত্র-ছাত্রীকে করোনার টিকা দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবারও এই টিকা দান কর্মসুচী চলবে।

উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমরা দাস বলেন, হিলিতে ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৮ হাজার ৫শ টিকার চাহীদা হলেও প্রথম ধাপে টিকা পাওয়া গেছে ৪ হাজর ৮শ টি। এই টিকা দুই দিনে দিয়ে শেষ করা হবে। দ্বীতিয় ধাপে চাহীদা মাফিক টিকা এলে তা আবার দেয়া শুরু হবে।

আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬শ, পৌরসভা কার্যালয়ে ৮শ ও আমদানি-রফতানি কারক গ্রুপের কার্যালয়ে ৮ করে মোট ২ হাজার ৪শ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া হবে।