মার্চ নাগাদ বিশ্বজুড়ে সহজলভ্য হবে ওমিক্রনের টিকা

0
91

আগামী মার্চ নাগাদ ওমিক্রনের টিকা বিশ্বজুড়ে সহজলভ্য হবে বলে দাবি করছে টিকা প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজার।

ওমিক্রনের টিকা উৎপাদনের সকল প্রক্রিয়া এরই মাঝে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওমিক্রন ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মডার্নাও।

এদিকে, বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে চলছে ওমিক্রন। ক্রমাগত হারে বেড়েই চলছে করোনার সংক্রমণ। জানুয়ারির শুরু থেকে প্রতিদিন সারাবিশ্বে সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও চার হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ২ হাজার ৮৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৫৫ হাজার ৭৭ জন।

এরইমধ্যে ফ্রান্সের স্কুলগুলোতে শুরু হয়েছে টিকাকরণ। তবে, ইতালিতে টিকা নিতে অনাগ্রহ দেখাচ্ছে জনগণ।
যুক্তরাজ্যে চলছে কড়া বিধি-নিষেধের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে উপচে পড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা।

আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সব সীমান্ত বন্ধ করে দিয়েছে জাপান। আবারও করোনা আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ।